Voila!
নিয়তি আমার জীবনে এনেছে সুখে ভরা হাহাকার,
বানিয়ে দিয়েছে শিকারী, আবার করেছে আমারই শিকার।
সময় কিন্তু ফিরেছে, স্বপ্নগুলো করে উঠবে চিৎকার,
শরীরে রক্ত বান ডেকেছে, আর মানবোনা মোরা হার।
পুড়ে গেলেই জেনে রেখো খাঁটি হয় সোনা,
পুড়বো না হয়, তাই বলে কি খাঁটি হবো না?
শপথ আমার রায়,
করবো বন্ধ অবিচার, এখন এটাই আমার দায়।
ছাড়বোনা হাল যতদিন শেষ হবেনা এই অন্যায়,
আর হিংস্রতাকে পরাজিত করে মানবতা গান গায়।
খোলা আছে একটাই পথ,
ব্যাক্তিগত প্রতিহিংসা, প্রতিশোধ, প্রতিশোধ!
প্রতিশোধেই খুঁজে পাবো হারানো সেই সম্মান আর মানবতাবোধ।
এই শব্দবহুল অতিকথন হয়তো
আরো বেশি বাগাড়ম্বরপূর্ণ হয়ে যাবে,
তাই ছোট্ট করে বলে দিচ্ছি,
আমি আপনার সাথে দেখা করে সম্মানিত বোধ করছি
এবং আপনি আমাকে ডাকতে পারেন V.
Evey-কে রাষ্ট্রপক্ষের কয়েকজন দুর্নীতিবাজ লম্পট অফিসারের হাত থেকে বাঁচানোর পর এভাবেই নিজের পরিচয় বর্ণনা করে কাহিনীর নায়ক V. সে অবশ্য খটোমটো ইংরেজিতে বলেছিলো, আমি অনুবাদ করে দিলাম, আশা করি ভালো লেগেছে। ব্লগের একদম শেষের দিকে গোটা ইংরেজি মনোলগটা এবং মনোলগটার প্রতিটি শব্দকে ব্যবচ্ছেদ করে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেটা দেখতে পারবেন। তবে আসুন, আগে সিনেমাটা নিয়ে একটু গল্প করি।
কাহিনীর সূত্রপাত
নিকট ভবিষ্যতের পটভূমি। রাষ্ট্রে চলছে স্বৈরাচারী High Chancellor এর দ্বারা সৃষ্ট মাৎস্যন্যায়। যে যেভাবে পারছে, দুর্নীতি করছে। সৎ, ন্যায়পরায়ণ মানুষদের অবস্থা দিনকে দিন হয়ে পড়ছে করুণ থেকে করুণতর! এমন অবস্থায় চারশো বছর পুরনো একটা আইডিয়া নিয়ে হাজির হয় কাহিনীর নায়ক V.
১৬০৫ সালের নভেম্বরের ৫ তারিখ – Guy Fawkes তৎকালীন ব্রিটিশ সমাজে বিদ্যমান বর্বরতার জন্য সরকারকে দায়ী করে তাদের পার্লামেন্টের House of Lords উড়িয়ে দিতে চেয়েছিলো, সেই প্লটের নাম Gunpowder Plot. (যদিও ইতিহাস ভিন্ন কথা বলে। গাই ফক্স ছিলো ক্যাথলিক খ্রিস্টান, আর ইংল্যান্ডের রাজা ছিলো প্রটেস্টান্ট। তাই সে ওকে সহ পার্লামেন্ট উড়িয়ে দিতে চেয়েছিলো।) সহযোগীদের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে যায় সে, তাকে দেয়া হয় সর্বোচ্চ সাজা, ফাঁসি!
মানুষকে যন্ত্রণা দেয়া যায়, হত্যা করা যায়- কিন্তু দর্শন এসবের উর্ধ্বে। Fawkes মারা যাওয়ার চারশো বছর পর তার দর্শন প্রবল বেগে ধেয়ে আসছে; এর অদম্য গতি দুমড়ে মুচড়ে দেবে ব্রিটেনের স্বৈরাচারী শাসনতন্ত্র। তাই, সিনেমার প্রথম লাইন-
Remember, remember, the fifth of November, the Gunpowder Treason and Plot;
I know of no reason, why the Gunpowder Treason, should ever be forgot.
এই নভেম্বরের ৫ তারিখ সে দুর্নীতিগ্রস্থ হাইকোর্ট উড়িয়ে দিয়ে সকল অত্যাচারিতকে আশার আলো দেখালো। যারা চুপ করে সয়ে যাওয়া ছাড়া কোন পথ দেখছিলো না, তাদের সবাইকে V আহবান জানালো – ঠিক এক বছর পর, সেই gunpowder plot এর তারিখেই, সবাই একসাথে বর্বরতার প্রতীক পার্লামেন্ট ধ্বংস করে উদযাপন করবে এমন এক 5th November, যা কেউ কখনো ভাবেনি।
সিনেমার জনরা/ক্যাটাগরি
একবার এক গ্রুপে একটা টপিক নিয়ে ব্যাপক সরগরম আলোচনা হচ্ছিলো। টপিকটা ছিলো, আপনার সবচেয়ে প্রিয় সুপারহিরো মুভি কোনটা? বেশির ভাগের কাছেই ব্যাটম্যান, অনেকের কাছে আয়রনম্যান, কেউ কেউ সুপারম্যান বা ওয়াচম্যানের নাম নিলো। এমন সময় আমি আরেকটা মুভির নাম নিলাম। মুভির নাম – V for Vendetta. কেউ কেউ বলার চেষ্টা করলো, এটা কি সুপারহিরো মুভি? এটা তো থ্রিলার! তখন টপিকটা ইন্টেরেস্টিং হয়ে উঠলো। আমরা তখন ব্যবচ্ছেদ করতে বসলাম, আসলেই মুভিটার ক্যাটাগরি বা জনরা কী? নামের মধ্যে vendetta আছে, সেহেতু এটা রিভেঞ্জ বা প্রতিশোধ জনরা’র মুভি অবশ্যই। আগাগোড়া থ্রিল আর রহস্য দিয়ে ভরা, অবশ্যই এটা একটা থ্রিলার। কাহিনীর শুরু ভবিষ্যৎ ব্রিটেনে যেখানে সরকার সবার টুঁটি চেপে ধরে আছে, অতএব এটা dystopian drama-ও বটে। কিন্তু, তার পাশাপাশি এটা একটা সুপারহিরো মুভি, এবং………… এটা একটা সায়েন্স ফিকশন!
The power of the letter V
পুরো মুভিতে ছড়িয়ে ছিটিয়ে ছিলো V অক্ষর অথবা রোমান V, অর্থাৎ ৫ এর ছড়াছড়ি। এমনকি ছিলো Faust থেকে নেয়া বিখ্যাত ডায়লগ, Vi Veri Veniversum Vivus Vici, অর্থাৎ “By the power of the truth, I, while living, have conquered the universe”… শুরুতেই আমি যে অনুবাদটা দিলাম, সেটাতেও ছিলো প্রায় ৫০টার মত শব্দ যা V দিয়ে শুরু হয়। ঐ লাইনটা মুখস্থ বা অনুবাদ করতে খবর হয়ে গেছে আমার। কাহিনীর নায়ক V কে একটা কারাগারে রাখা হয়, যার নাম্বার ছিলো পাঁচ বা রোমান অক্ষর V. সিনেমার শুরুর দিকে সে যখন আদালত ভবন ধ্বংস করে, তখন সেখান থেকেও দেখা যায় V আকৃতির fireworks.
আর ডমিনো চিপস সাজিয়ে টোকা দেয়ার পর যে কী হয়, সেটা না হয় সিনেমা দেখতে দেখতেই দেখে নিলেন।
আমার বানানো প্রথম বাংলা সাবটাইটেল এই মুভিটার। হাজারের ওপরে মানুষ ডাউনলোড করেছে এই বাংলা সাবটাইটেল। হাতে হাতে কত শেয়ার হয়েছে, জানিনা। আজকে কতজন যে এটাকে বাংলা সাবটাইটেল দিয়ে দেখবে, ভাবতে গেলেই মনে হয়, IT WAS WORTH IT. আমার বই ভোকাবিল্ডারের প্রথম যে চ্যাপ্টারটা বানিয়েছিলাম, সেটা ছিলো ভি ফর ভেন্ডেটা। বইয়ের কভারেও ভি দিয়ে প্রচুর ওয়ার্ড দেখতে পাবেন শুধু এই কারণেই। ভি এর মনোলগটা আমি আমার Higher study in USA এর প্রত্যেক সেমিনারেই বলতাম। আমেরিকাতে এসে প্রথম স্টেজ পারফরমেন্স করেছি এই মনোলগের সিনটাকে মঞ্চস্থ করে। নিজেকে স্ক্রীনে রেখে আমার বানানো প্রথম ভিডিও ছিলো ভি এর মনোলগটাকে সহজে ব্যাখ্যা করে (নিচে আছে)।
শুধু আমাকে আকৃষ্ট বা মোহগ্রস্তই করেনি, এই মুভিটা আমাকে সৃজনশীলও করে তুলেছে। আশা করি, আপনাদেরকেও কোনো না কোনোভাবে প্রভাবিত করবে ভি ফর ভেন্ডেটা!
The Power of the Mask
V যে মুখোশটা পড়ে থাকে, সেটা Guy Fawkes এর চেহারার প্রতিচ্ছবি। দিনে দিনে এই মুখোশ হয়ে উঠেছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, বিপ্লবের প্রতীক। এই মুখোশকে ধারণ করেছে হ্যাকার দল Anonymous. ২০১৩ এর নভেম্বরের পাঁচ তারিখ এই মুখোশ পরে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। হ্যালোউইন অনুষ্ঠানে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় কস্টিউমদের মধ্যে একটা হচ্ছে গাই ফক্স এর এই মুখোশ।
Summary
অন্য যে কোনো মুভিকে বাজে বলুন, সবাই হয়তো বলবে, “চয়েস সাবজেকটিভ”। কিন্তু এই মুভিটাকে কোনো মুভি গ্রুপে বাজে বলে দেখুন অবশ্যই নিজ দায়িত্বে! তাহলে আপনার একদিন আর ওদের যে কয়দিন লাগে। এটার Fan Base খুবই শক্তিশালী, এবং সেটার একটা কারণও আছে। আমার নিজের দেখা সেরা ছবি লর্ড অফ দ্যা রিংস নিয়ে কেউ কিছু বললে আমার ততটা গায়ে লাগে না, কিন্তু এটার বিরুদ্ধে কথা বললে কেন যেন খুব গায়ে লাগে।
অসাধারণ সব dialogue and monologue, যেগুলো সারাজীবনের জন্য মাথায় আটকে যাবে। সিনেমাতে যখন তখন উদ্ধৃতি দেয়া হয়েছে শেকসপিয়ার থেকে, পরিস্থিতির সাথে এমনভাবে মানিয়ে গেছে যে বলার মতো নয়। দুর্দান্ত গতির চিত্রনাট্য, যা রক্তচাপ বাড়িয়ে দিতে বাধ্য; হিউগো উইভিং এর শক্তিশালী কণ্ঠ এবং ন্যাটালি পোর্টম্যানের অনবদ্য অভিনয়, V এর ন্যায্য প্রতিশোধের গল্প – সব মিলিয়ে অনন্য অভিজ্ঞতা। যাদের এখনো দেখা হয়নি, এই নভেম্বরের ৫ তারিখ বসে যান এক অসাধারণ মুভি এক্সপেরিয়েন্সের জন্য।
ডাউনলোড লিংক এবং বাংলা সাবটাইটেল
যারা এখনো দেখেননি বা আবার দেখতে চান, তারা মুভিটা নামিয়ে নিতে পারেন এখান থেকে –
টরেন্ট লিংক – https://thepiratebay.se/torrent/9015012
বাংলা সাবটাইটেল – ডাউনলোড লিংক। অনুবাদকদের আড্ডা থেকে এটার বাংলা সাবটাইটেল বানিয়েছিলাম, সবাই অনেক প্রশংসা করেছিলো এটার অনুবাদের। আশা করি, আপনাদেরও ভালো লাগবে। আর দেখুন, বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে কেমন লাগবে, তার ভিডিও ট্রেইলার –
.
মনোলগের ব্যবচ্ছেদ
এখান থেকে মনোলগের লাইন বাই লাইন ব্যবচ্ছেদটা দেখে নিতে পারেন।
.
সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে পুরো লেখাটা পড়ার জন্য। V আসুক আপনাদের জীবনেও!
1 comment
ফিল্মটা দেখেছিলাম আপনার রিভিউ দেখে যদিও যাচ্ছে তাচ্ছে ভাবে এর আগে দেখেছিলাম।
এরপরই আপনার ভোকাবিল্ডারটা কিনেছিলাম।
ধন্যবাদ;
মনোলগের ভাবার্থ আমার কাছে দারুন লেগেছে।