আমি রইলাম
আমার সাথে তোমার স্মৃতি রইলো
মর্যাদা রক্ষা করা উচিৎ
শব্দটা যেন কেমন, মর্যাদা!
“মর হারামজাদা” এর সংক্ষিপ্ত রুপ না তো ?
হতে পারে, আবার নাও হতে পারে, হু কেয়ারস!
আমাকে যা করতে হবে, তা হলো
“মর হারামজাদা” কে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের বড়শিতে ফেলে
মর্যাদা তৈরি করতে হবে,
আবার সেটাকে রক্ষাও করতে হবে!
চেষ্টা করবো তাহলে
আরেকটা অদ্ভুত শব্দ, চেষ্টা!
তেষ্টার সাথে এতো মিল কেন বলো তো?
চেষ্টা করতে করতে তেষ্টা পায়, এজন্য হয়তো, হু কেয়ারস!
আমাকে যা করতে হবে, তা হলো
যাবতীয় চ-বর্গীয় শব্দগুলোর মধ্যে ছেঁকে ছেঁকে
চেষ্টাকে আলাদা করতে হবে,
আবার সেটাকে আপনও করে নিতে হবে!
চলছে গাড়ি
চলছে গাড়ি, যাত্রাবাড়ি।
চলছে চলুক।
যাত্রাবাড়ি ছাড়া অন্য কোথাও (যেমন পল্টনে)
গাড়ি গেছে বলে তো শুনিনি কখনো!
আমি রইলাম
আমার সাথে তোমার স্মৃতি রইলো
সেটাই আমার ‘যাত্রা’ আর ‘বাড়ি’র দ্বন্দ্ব সমাস।