অনেকগুলো শব্দের মধ্যে অবাধ যৌনমিলন ঘটে
কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রসব যন্ত্রণা
বড় তীব্র সে বেদনা
বীজ চিরে অংকুরোদগম হওয়ার চেয়েও তীব্র
ফুটবল খেলতে গিয়ে
কিশোরের পায়ের নখ উল্টে যাওয়ার চেয়েও তীব্র
প্রথম প্রেমের প্রস্তাবে
“আমি কেবল তোমার বন্ধু হতে পারি” শোনার চেয়েও তীব্র
কলমের নল সরু
গরু রচনার মতো এতো বিশাল কবিতা
চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসবে, আর যন্ত্রণা হবেনা,
গ্রামের সবচে বৃদ্ধ মানুষটাও এমন কথা শোনেনি কখনো!
প্রসব হয়ে গেলে ভালো, নতুবা
শব্দের বীর্যগুলো মিলনের পর জাইগোট না পাকালে
নতুন সন্তান পৃথিবীতে এসে চিৎকার করে না কাঁদলে
কবিকে স্বান্তনা দিতে ভুলোনা কিন্তু……