সম্ভাব্য ধর্ষক তালিকা তৈরিতে সাহায্য করুন

পটভূমি

১) ধর্ষণের মত ঘৃণ্য একটা অপরাধকে আমাদের সমাজে অনেকেই হাল্কাভাবে দেখে। আইন শৃঙ্খলার প্রভাব যথেষ্ট নয় বলে অনেকে চোরের মায়ের বড় গলা করে সরাসরি ধর্ষণের হুমকিও দেয়। এরা প্রকাশ্য হুমকিদাতা।

২) আবার, ধর্ষণের দায় শুধুমাত্র ধর্ষকের হলেও আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা বিকৃত চিন্তাধারার অধিকারী; তারা ধর্ষণের কারণ হিসেবে নারীর পোশাক এবং চরিত্রকেই দায়ী করতে চায়। যেন, তাদের পছন্দমত চরিত্র আর পোশাক না পড়লেই ধর্ষণ জায়েজ হয়ে যায়। অবশ্য আমরা দেখেছি, ধর্ষকের কাছে পোশাক কোনো বিষয় না, চরিত্রও না। তবু একটা ধর্ষণের খবর এলেই নারীর দোষ খোঁজাটা একটা বিশেষ দলের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। মানসিকভাবে এরাও ধর্ষকের চেয়ে কম বিকৃত নয়।
এই দুই ধরনের বিকৃত চিন্তা লালনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয় না। অথচ, এরা সবাই সম্ভাব্য ধর্ষক।

সম্ভাব্য ধর্ষক তালিকা

সবাই মিলে, ঐ দুই শ্রেণীর মানুষের একটা তালিকা করে রাখা উচিৎ। সেই উদ্দেশ্যেই এই প্রকল্পের সূত্রপাত। আমি একটা ফর্ম তৈরি করেছি, এখানে সম্ভাব্য ধর্ষকের নাম, ঠিকানা, ফেসবুক প্রোফাইল, পেশা, এবং অন্যান্য যা যা তথ্য সম্ভব, তা সংগ্রহ করা হবে। এই ফর্মের মাধ্যমে পাওয়া তথ্যগুলোর ব্যবস্থাপনা করবে নারী অধিকার রক্ষা সংক্রান্ত সংগঠন শক্তি।

ফর্ম পূরণ করার জন্য –

মূল লিংক – https://docs.google.com/forms/d/1DL6WjJt_1BePY5Xp23_0EffESiWBFjVISqFHi7DwWr8/
শর্ট লিংক – https://goo.gl/lUmVS2
অবশ্যই, অতি অবশ্যই, এই লিংকটি বুকমার্ক করে রাখুন।

কারা ফর্ম পূরণ করতে পারবে?
যে কেউ এই ফর্ম পূরণ করতে পারবে, আপনিও পারবেন। যখন যেখানেই কাউকে ধর্ষণের হুমকি দিতে দেখবেন, অথবা ধর্ষণের পক্ষে সাফাই গাইতে দেখবেন, সাথে সাথে এই ফর্মটি পূরণ করে ফেলুন। যতবার প্রয়োজন, ততবার এই ফর্ম পূরণ করতে পারবেন।

সংগৃহীত তথ্য দিয়ে কী করা হবে?
এই তালিকাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শেয়ার করা হবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক এক করে এদের মুখোশ খুলে দেয়া হবে। তাদেরকে সামাজিকভাবে অপদস্থ করা হবে।

তথ্য ব্যবস্থাপক সংস্থা – শক্তি

শক্তি একটি নারী অধিকার রক্ষা সংক্রান্ত সংগঠন। এটি এলাকাভিত্তিক গ্রুপ করে মেয়েদেরকে বিভিন্ন প্রয়োজনে সাহায্য করে থাকে। প্রকল্পটির মাধ্যমে সংগৃহীত তথ্যগুলো এই সংগঠনের মাধ্যমেই পরিচালনা করা হবে। এই প্রকল্প নিয়ে যে কোনো তথ্য জানতে চাইলে বা পরামর্শ থাকলে শক্তি’কে ইমেইল করতে পারেন, অথবা শক্তির ফেসবুক পেইজে পোস্ট করতে পারেন।
শক্তির ইমেইল – teamshakhti@gmail.com
শক্তির ফেসবুক পেইজ – https://www.facebook.com/ShakhtiBD
ফর্মে কোনো প্রকার পরিবর্তনের প্রয়োজন হলে এই নোটের কমেন্ট সেকশনেই আমাকে জানাতে পারেন।

পরিশেষে

বিকৃত চিন্তাধারীরা মনে করে, তারা সকল আইনের উর্ধ্বে। তাই সবার সামনে বড় গলা করে ধর্ষণের হুমকি দিতে সাহস পায়। ধর্ষণের সাফাই যারা গায়, তারা এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। এদের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। চুপচাপ সহ্য আর নয়। আসুন, এবার অন্তত কিছুটা হলেও নিজেদের সামাজিক দায়িত্ব পালন করি।

আবারো মনে করিয়ে দিচ্ছি, লিংকটি বুকমার্ক করে রাখুন। কারণ, এমন বিকৃত চিন্তাধারীদের সংখ্যা কম নয়। আগেও এদেরকে দেখেছেন, সামনেও দেখবেন। এবং দেখামাত্রই তাদের তথ্যগুলো সহ এই ফর্মটা পূরণ করে ফেলুন। আর সবার সাথে এই ফর্মটা শেয়ার করুন।

আসুন, পরিবর্তনের জন্য লড়াই করি।

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *