ড্যান ব্রাউনের বই “অরিজিন” রিভিউ

ইউটিউবে ভোকাবুলারি কোর্সের লেকচার বানিয়ে আপলোড করেছিলাম সাড়ে তিন বছর আগে। এরপর বিজ্ঞানযাত্রা বা অনুবাদকদের আড্ডার জন্য বেশ কিছু ভিডিও বানালেও নিজস্ব চ্যানেলের জন্য সাড়ে তিন বছরে মাত্র তিনটা ভিডিও দিয়েছি; তার মধ্যে একটা মুভি রিভিউ, একটা টেক রিভিউ, আর এটা — একটা বই রিভিউ!

রিলিজের দুদিনের মধ্যেই হাতে এসে গিয়েছিলো ড্যান ব্রাউনের অরিজিন। প্লটট্যুইস্টগুলো বইয়ের একদম শুরুর দিকেই বেশ অনুমেয় হলেও আমার কাছে এটাকে বেশ প্রয়োজনীয় বই বলে মনে হয়েছে। ব্রাউনের ফেবারিট বইয়ের তালিকায় এক নাম্বারে দা ভিঞ্চি কোড, দুই নাম্বারে এঞ্জেলস এন্ড ডিমন্স, আর তিনে অরিজিন থাকলেও শিক্ষাগত প্রয়োজনীয়তার দিক থেকে এক নাম্বারে থাকবে অরিজিন! ব্রাউন এখানে তার নিজস্ব স্টাইলে যেভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে, সেটা বেশ পছন্দ হয়েছে। ধর্ম আর বিজ্ঞানের চিরায়ত সংঘাত নিয়ে লেখা এই বইটার বেশ কিছু জায়গাতেই মনে হয়েছিলো, “ওয়াও, ব্রাউন এইভাবে এই জিনিসগুলো লিখেছে! এটার বেশ ভালোই প্রভাব পড়বে অনেকের ওপরেই।”

আমার মতে, বইটা বিশ্বাসী-অবিশ্বাসী দুই শ্রেণীর মানুষেরই পড়া উচিৎ, যাতে একে অপরের দৃষ্টিভঙ্গি নিয়ে আরেকটু বেশি জানা যায়। ধার্মিকদের পড়া উচিৎ, কারণ ধর্ম বিশ্বাস করার আগে অনেক কিছু জানা থাকা উচিৎ, অথচ ধার্মিকরা সেসব সচরাচর জানে না বা জানতে চায়ও না। অরিজিনে সেই টপিকগুলো সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে। আবার নাস্তিকদেরও এটা পড়া উচিৎ, কারণ নাস্তিকরা সাধারণত ধার্মিকদের মনমানসিকতা সম্পর্কে হয় সম্পূর্ণ অজ্ঞ, নয়তো পুরোপুরি তাচ্ছিল্যপূর্ণ। এই বইটা পড়লে হয়তো ধার্মিকদের মানসিকতা কিছুটা আন্দাজ করতে পারবে। পুরো রিভিউটা ভিডিওতে দেখে নিন। স্পয়লার ফ্রি রিভিউ!

ধন্যবাদ সবাইকে।

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *