চিত্রকথন (জিনাত নাহারের সাথে)

Zeenat Nahar Artworks এর ছবিগুলো দেখে অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কিছু লাইন মাথায় এসেছিলো। Zeenat এর আঁকা ছবি আর আমার লেখা কবিতা নিয়ে এই চিত্রকথন!

(১)

Frantic moment of Kamikaze love

ফুলে উঠছে শিরা, দামাল রক্তের স্রোতে
কড়কড় শব্দের চিড়, মেরুদণ্ডের সেতুতে

হৃৎপিণ্ডের ধুকপুক যেন
দুই পাহাড় হতে ভেসে আসা যুদ্ধের ডংকা
শরীরে সমন্তপঞ্চক কুরুক্ষেত্র
অথবা শিখায় প্রজ্জ্বলিত রাবণের লংকা

আমি সশস্ত্র ঘটোৎকচ, তুমিও একপুরুষঘাতিনী
তবু একসাথে করি স্নান
ওঠে অগ্ন্যুৎপাত লেলিহান, হে দূর ব-দ্বীপবাসিনী!

(২)

Our city in future

অনেক হেঁটেছি আমি তোমাদের শহরে
দাবানল ছড়ানো সূর্যকে উপেক্ষা করে

দেখেছি, তোমাদের দৃষ্টি ছিলো উর্ধ্বপানে
অনুভূতিগুলো হচ্ছিলো ম্লান সন্তর্পণে

কষ্টগুলো জমা হচ্ছিলো বারান্দায়
মিশে যাচ্ছিলো দুধ, চিনি, আর গরম চায়ে

তবুও থামেনি গতি, এখনো শেষ হয়নি প্রতীক্ষা
শহর ছোঁবে আকাশ, দু’চোখে আজো সেই আকাঙ্ক্ষা

(৩)

Burn in desire

এসো, আজ স্নান করি ঐ সূর্যের কোলে
প্রাণ ফিরে পাক দেহের প্রতিটা কোষ
গনগনে আঁচ উস্কে দিক মোমের সাহস
গলিত মোম ছিটকে পড়ুক আমার আঁচলে

এসো, পৃথিবীকে দেই তেইশ ডিগ্রী বাঁক
ঝলসে দেই বরফের টাইগা অরণ্য
এখন জানি, তরবারি কাটে না তার খাপ
অগ্নিবর্শাতেই নেভাও কামনার ইনফার্নো

(৪)

Storm in Skin…. Scream Loud…. Live One More Day

আরেকবার করে উঠতে চাই গগনবিদারী চিৎকার
আরো একবার ফুঁসে উঠতে চাই সুনামির গতিতে
আরেকবার চাপা দিতে চাই ভূলুণ্ঠিত হাহাকার
আরো একবার বাঁচতে চাই তোমাদের পৃথিবীতে

(৫)

Take my blood, burn your fire

অনেকটুকু পথের ধূলো লেগে আছে আমার পায়ে,
বিনিময়ে পথকে দিয়েছি আমার ঘাম।
অনেক ফোঁটা রক্ত দিয়ে গড়েছি এই নগর,
প্রতিটি দেয়ালে লেখা আছে আমার নাম।

তরল করেছি আলকাতরা, কঠিন করেছি ইট;
নিজ শরীরের কাব্যে শক্ত করেছি ধনীর ভিত।
প্রমিথিউসের মনে থাকে না যিউসের কোনো ভয়;
মুক্তির আগুন জ্বলবেই, হবে বিদ্রোহীদের জয়।

(৬)

Don’t wake me up : Cyborg Love

দিন-রাতের হিসেব কেউ রাখেনি বহুকাল
এইখানে এসে থমকে গেছে মহাকাল

আকাশ জ্বলে ওঠেনি সূর্যের আরোহণে
কারফিউ হয়েছে জারি পাখির কলতানে

শুধু আছে স্বপ্নের বুনিয়াদে ঠাসা
তোমার আমার ক্রাইওজেনিক ভালোবাসা…

(৭)

মেঘজল ক্যানভাস

আকাশ ঠিকই বুঝে নিয়েছিলো;
আমার হৃদয়ের গভীরে উঁকি দিয়ে
দেখে নিয়েছিলো বিষাদের কালো।

সেই রঙ শুষেছিলো আকাশের পাটাতন;
ধারণ করেছিলো, কৃষ্ণগহবরের মত
শেষকৃত্যে আসা সদ্য বিধবার আবরণ।

এরপর ছিন্নবিচ্ছিন্ন হলো বায়ুমণ্ডল;
নেমে এলো বুকের মরুভূমিতে
শত মাইল হেঁটে আসা পিপাসার জল।

ঝরে যাও এই কালো ক্যানভাসের ওপর;
আসুক তামাটে, এরপর ছাইরঙ
অবশেষে, ধীরে ধীরে,
ক্যানভাস জড়িয়ে নিক কাফনের কাপড়

(৮)

Macrocosm, Microcosm

নিজের ভেতরে উঁকি মেরে দেখি
শরীরেও বুঝি একটা সূর্য আছে
সেখানেও অবিরাম কথা কয় পাখি
আঁধার নেমে আসে পশ্চিমের সাঁঝে

সেখানেও গাছগুলো ডালপালা মেলে
দিনরাত বয়ে চলে খরস্রোতা নদী
সেখানেও পাহাড় আর বৃষ্টিরা খেলে
জীবনের চক্র চলে নিরবধি

(৯)

Landscape painting

আমাকে অন্ধ করে দেয় আলোকের তমসা
মুছে দেয় ঘ্রাণশক্তি নাগরিক বিবমিষা

আমাকে বধির করে দেয় যান্ত্রিক নিনাদ
পাকস্থলীতে চুঁইয়ে পড়ে কৃত্রিম বিষাদ

অলীক থেকে যায় সৌম্য আরেক ধরণী
কল্পনায় চাষ করি পথচলার জ্বালানি

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *