অনুরোধের অণুকাব্য

আমার আকাশে অনেক মেঘ,
বৃষ্টি হয়ে ঝরিয়ে দেবে?
আঁধারে আমার পথ হারিয়েছে,
ধ্রুবতারা হয়ে হাত ধরবে?

অনেকটা পথ হেঁটে এলে,
তুমি হবে আমার পিপাসার জল?

এক একটা মানুষ এক একটা সমুদ্রের মতই বিশাল
আবিষ্কারের নেশায় উন্মত্ত ডুবুরীর চোখে ঘুম আসে না

আমাকে তোমার সমুদ্রে অবগাহন করতে দেবে?
বিনিময়ে আমি তোমার বুক সেঁচে, হারানো গুপ্তধন এনে দেবো।

কৃষ্ণপক্ষের চাঁদের মত একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি
পৃথিবীর ছায়া আমার গায়ে ঢেলে দিচ্ছে ঘোর অমানিশা

আমাকে পূর্ণিমার চাঁদ বানিয়ে দেবে?
বিনিময়ে তোমার নিথর সমুদ্রে তেজ কটাল এনে দেবো।

ঠোঁটের সাথে লাগিয়ে রাখবো
আমের আঁটি হয়ে যাও
ভেঁপু বানিয়ে বাজাবো দিনরাত!

রচনাকাল – ২০০৫

Share:

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *