১
আমার আকাশে অনেক মেঘ,
বৃষ্টি হয়ে ঝরিয়ে দেবে?
আঁধারে আমার পথ হারিয়েছে,
ধ্রুবতারা হয়ে হাত ধরবে?
অনেকটা পথ হেঁটে এলে,
তুমি হবে আমার পিপাসার জল?
২
এক একটা মানুষ এক একটা সমুদ্রের মতই বিশাল
আবিষ্কারের নেশায় উন্মত্ত ডুবুরীর চোখে ঘুম আসে না
আমাকে তোমার সমুদ্রে অবগাহন করতে দেবে?
বিনিময়ে আমি তোমার বুক সেঁচে, হারানো গুপ্তধন এনে দেবো।
৩
কৃষ্ণপক্ষের চাঁদের মত একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি
পৃথিবীর ছায়া আমার গায়ে ঢেলে দিচ্ছে ঘোর অমানিশা
আমাকে পূর্ণিমার চাঁদ বানিয়ে দেবে?
বিনিময়ে তোমার নিথর সমুদ্রে তেজ কটাল এনে দেবো।
৪
ঠোঁটের সাথে লাগিয়ে রাখবো
আমের আঁটি হয়ে যাও
ভেঁপু বানিয়ে বাজাবো দিনরাত!
রচনাকাল – ২০০৫
2 comments
অনেক ভালো লাগলো ,ভাইয়া
ধন্যবাদ।