চন্দ্রকথন (কায়সার হেলালের সাথে)

আমি :

আকাশ যায়না দেখা উঁচু দালানের শহরে

আজ ছিলো পূর্ণিমা, দেখে ফেলেছি ভুল করে

হেলাল :

এখানে অতো দালান হয়নি এখনো তবু

নয়া কনক্রিট স্তূপে শহরটা জবুথবু

পূর্ণিমা তো কবেই এই বরষায়

চলে গেলো মেঘের আড়ালে সন্ধ্যায়

আমি :

জানিনা চাঁদ কাঁদে কিনা আড়ালে অমাবস্যায়

পূর্ণিমাতেই কিন্তু কলংকরেখা স্পষ্ট দেখা যায়

হেলাল :

“চলে গেলে কেন, বলো”

হাতেনাতে ধরে বললাম তারে

“তোমার প্রেমের যোগ্য আমি নই”- বলে

পূর্ণিমা হারালো আবারো মেঘের আড়ালে

মেঘের সাথে কি এমন পিরিত তোমার?

চোখে চোখ রেখে বলি পূর্ণিমার

মেঘ আমাকে বলে, “তুমি বিদগ্ধ কবি,

পারবে কি মেনে নিতে আমার কলংক দাবি?”

আমি :

মেঘ বড় হিংসুক

ঢেকে দেয় বারবার প্রচণ্ড ঈর্ষায়

চাঁদের ঐ মুখ

চাঁদ দিতে চায় ফাঁকি

মেঘ বলে ওঠে, “তোমাকে নয়,

তোমার কলংক ঢাকি”

রিকশায় চড়তে চড়তে, মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে থ হয়ে গেলাম। ইয়া বিশাল এক চাঁদ পূর্ণিমার শক্তি নিয়ে ঝুলে আছে আকাশটাতে। সেটা নিয়ে দু লাইনের একটা স্ট্যাটাস দিয়েছিলাম ২০০৯ এর সেপ্টেম্বরের ০৯ তারিখে, সেখানে বন্ধু কায়সার হেলাল এর কমেন্ট এলো, এরপর চলতে থাকলো।

শাহরিয়ার আরিফ এর সাথেও এমন একবার হয়েছিলো, কবিতা নিয়ে। ওটা নিয়ে লিখেছিলাম, কাব্যকথন

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *